ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডিমলায় নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৯:০৪ এএম, ০১ অক্টোবর ২০১৬

নীলফামারীর ডিমলায় পুকুর থেকে জিকরুল হক ভুট্টু (৪০) নামে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়।

জিকরুল হক ভুট্টু খগাখড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন নৈশ প্রহরী ও খগাখড়িবাড়ী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। রোববার জেলার হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
 
খগাখড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন জাগো নিউজকে জানান, ভুট্টু খণ্ডকালীন নৈশ প্রহরী হিসেবে ২০১৩ সাল থেকে কাজ করে আসছেন। তিনি স্ত্রীসহ বিদ্যালয়ে থাকতেন। সকালে বিদ্যালয়ে আসার পর জানতে পারেন পুকুরে তার মরদেহ পড়েছিল।

নিহতের স্ত্রী নার্গিস বেগম জাগো নিউজকে জানান, তার স্বামীকে হত্যা করে মরদেহ পুকুরের পানিতে ফেলে দেয়া হয়েছে। তাদের ৫ সন্তানকে বাড়িতে রেখে স্বামী-স্ত্রী বিদ্যালয় পাহারা দিতেন। এ ব্যাপারে স্ত্রীর নার্গিস বেগমের অভিযোগের ভিত্তিতে ডিমলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ডিমলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সফিয়ার রহমার জাগো নিউজকে বলেন, ঘটনাটি রহস্যজনক হওয়ার কারণে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে হত্যার আসল রহস্য বেরিয়ে আসবে।

জাহেদুল ইসলাম/এসএস/এবিএস