লালমনিরহাটে গণপিটুনিতে চোর নিহত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গণপিটুনিতে মোজাম্মেল হক (৩৫) নামে এক চোর নিহত হয়েছেন। শনিবার বেলা ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোজাম্মেল হক হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত ছপিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের এমপি মোড়ের আফজাল উদ্দিনের ছেলে এমজি তানভির সাবুর বাড়িতে শুক্রবার রাতে চুরি করতে যায় মোজাম্মেল হক। এসময় বাড়ির মালিক বুঝতে পেরে চোরকে আটক করে বাড়ির সবাই মিলে গনপিটুনি দিয়ে ঘরেই আটকে রাখে।
এরপর শনিবার সকালে স্থানীয়দের চাপে চোর মোজাম্মেল হককে মূমুর্ষু অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সটকে পড়েন বাড়ির মালিক সাবু ও তার পরিবারের লোকজন। সকাল ১২টার দিকে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান চোর মোজাম্মেল হক।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার অভিযোগ দিলে মামলা নেয়া হবে। হামলাকারীদের আটক করতে পুলিশ কাজ করছে।
রবিউল ইসলাম/এআরএ/এবিএস