ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুক্তিযুদ্ধের ইতিহাস অন্যদেরও জানাতে হবে

প্রকাশিত: ১০:৪১ এএম, ০৫ অক্টোবর ২০১৬

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, নিজেকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে এবং অন্যদের তা জানাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। দেশের অনেক স্কুল-কলেজ সরকারীকরণ করা হয়েছে, যা অতীতে কেউ করতে পারেনি।

বুধবার বেলা ১২টার দিকে খাগড়াছড়ির তবলছড়ি গ্রীনহিল কলেজে নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ম্যানেজিং কমিটির সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যামিনীপাড়া জোন অধিনায়ক লে. কর্নেল মো. মাহমুদুল হক, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান প্রমুখ।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/আরআইপি