ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর এলাকায় চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আখাউড়া রেলজংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
এমএএস/আরআই