দামুড়হুদায় ট্রাকচাপায় যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা পারকৃষ্ণপুর বাজারে ট্রাকচাপায় ফিরোজ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফিরোজ দর্শনা পৌর শহরের পুরাতন বাজারের মেহের আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজারের ফিরোজ পারকৃষ্ণপুর রাস্তা পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ।
দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম জানান, আমি ঘটনাটি শুনেছি।
সালাউদ্দিন কাজল/এসএস/এমএস