পরকীয়ার কারণে স্বামী খুন : স্ত্রী পলাতক
মাদারীপুরে পরকীয়ার কারণে স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্ত্রী ও তার সহযোগীরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর থেকে স্ত্রী পলাতক। শনিবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত কাজী মিরাজ (৩০) মাদারীপুর শহরের সৈদারবালী এলাকার কাজী মোজাফফরের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিন বছর আগে কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ গ্রামের আবুল বেপারীর মেয়ে শাহিদা আক্তারের সঙ্গে মিরাজের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে সে কাঠপট্টি ব্রিজের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করতো এবং দিনমজুরের কাজ করতো। বেশ কয়েক মাস ধরে স্ত্রী শাহিদার সঙ্গে মিরাজের সম্পর্ক ভালো যাচ্ছিল না। ঝগড়াঝাটি লেগেই থাকতো।
মিরাজের পরিবারের দাবি, শাহিদা মোবাইল ফোনে পরকীয়ায় জড়িয়ে পড়ে মিরাজকে হত্যা করে পালিয়েছে।
মাদারীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, শনিবার দুপুরে ঘর থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নাসিরুল হক/এসএস/এবিএস