ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স তৈরির হিড়িক
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের কারণে ঠাকুরগাঁও জেলায় এ্যাম্বুলেন্স তৈরির হিড়িক পড়েছে। অবরোধ ও হরতালে মহাসড়কে গাড়ি চলাচল না করায় কিছু সুবিধাভোগী গাড়িচালক মাইক্রোবা অ্যাম্বুলেন্স লেখা স্টিকার লাগিয়ে চলাচল করছে। এতে কিছু যাত্রীর সুবিধা হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে।
আবুল কাসেম নামে এক যাত্রী জানান, রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মা অসুস্থ হয়ে ভর্তি রয়েছে। তাকে দেখতে যাওয়ার জন্য দ্বিগুন টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের ভর্তি হওয়া সাদেক হোসেন জানান, আমার মেয়ে খুবই অসুস্থ। ডাক্তার রংপুর রেফার্ড করেছে। কিন্তু টাকার অভাবে অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারছি না।
আরেক রোগী অভিভাবক মালেক মিয়া জানান, অ্যাম্বুলেন্স মালিকরা রোগীদের সেবা না দিয়ে অবরোধে যাত্রী আনা-নেওয়ার কাজ করছে। বেশি ভাড়ার আশায় সব মাইক্রোবাস এখন অ্যাম্বুলেন্স তৈরি করেছে।
মাইক্রোবাস চালক রফিকুল ইসলাম জানান, টানা অবরোধে একমাস ধরে বসে রয়েছি। কোনো ভাড়া পাওয়া যাচ্ছে না। তাই অ্যাম্বুলেন্স স্টিকার লেখা লাগিয়ে গাড়ি চালাচ্ছি। এতে মহাসড়কে কোনো সমস্যা হয় না।
অ্যাম্বুলেন্স চালক আব্দুল করিম জানান, অ্যাম্বুলেন্স লেখা থাকলে রাস্তায় কেউ গাড়ি থামায় না। তাই বেশি ভাড়ার আশায় অনেকে অ্যাম্বুলেন্স তৈরি করছে। বেশি ভাড়া আদায়ের কথা জানতে চাইলে তিনি বলেন, অবরোধে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চলালে ভাড়া তো বেশি লাগবেই।
ঠাকুরগাঁও মোটর পরিবহন নেতা শাহাদাৎ হোসেন জানান, সদর হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স রয়েছে। সেটা দিয়ে রোগীদের সেবা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই কিছু প্রাইভেট অ্যাম্বুলেন্স তৈরি করে রোগী ও যাত্রীদের সেবা দেওয়া হচ্ছে।
বিএ/আরআইপি