ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
লালমনিরহাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী দিদারুল ইসলাম (২৮) ও আবুল কালামকে (৫০) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে শহরের মিশন মোড় টিঅ্যান্ডটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুরকি গ্রামের এসএম মান্নানের ছেলে দিদারুল ইসলাম (২৮) ও চট্টগ্রামের পুটিয়া উপজেলার উত্তর যামুরকী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আবুল কালাম (৫০)।
পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
রবিউল হাসান/এআরএ/আরআইপি