লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় মাদরাসা ছাত্রের মৃত্যু
লক্ষ্মীপুরে রায়পুর বাস টার্মিনাল এলাকায় মা ও শিশু প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় মো. সিয়াম (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে হাসপাতালে অপারেশন করার সময় সিয়ামের মৃত্যু হয়।
সিয়াম রায়পুর পৌরসভার পশ্চিম মধুপুর এলাকার দুবাই প্রবাসী আমির হোসেনের ছেলে ও সোনাপুর দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
সিয়ামের মা পারুল বেগম ও খালা রিনা বেগম জানিয়েছেন, সিয়ামের পেটে ব্যথা ও বমি হয়। এজন্য সোমবার দুপুরে তাকে ডাক্তার দেখাতে ওই হাসপাতালে নিয়ে যান। রাতে ডা. রুহুল আমিন ছেলের এপেন্ডিসাইটিস হয়েছে জানিয়ে অপারেশন করতে বলেন। এজন্য ১০ হাজার টাকা চুক্তি করা হয়।
সিয়ামের শারীরিক কোনো পরীক্ষা না করেই ডাক্তার অপারেশন করে। এ সময় ছটফট করে সে মারা যায়। এ ঘটনায় হাসপাতাল থেকে পরিচালক শহিদুল ইসলাম রানা ও হাসপাতালের ফার্মেসির তত্ত্বাবধায়ক আবদুল মালেককে আটক করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, মাদরাসা ছাত্রের মৃত্যুর খবরে উত্তেজিত স্বজনরা রাতেই হাসপাতালের সামনে জড়ো হয়। এক পর্যায়ে তারা হামলা-ভাঙচুরের চেষ্টা করে। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত শিশুর মরদেহ অ্যাম্বুল্যান্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। পরে তা থানায় নিয়ে আসা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ রাতভর নিহতের পরিবারের সঙ্গে সমঝোতা করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। দুপুর ১২টার দিকে নগদ ২০ হাজার টাকা ও ১ লাখ টাকা একটি ব্যাংকের চেক দিয়ে সমঝোতা করা হয়। পরে তারা মরদেহ বাড়িতে নিয়ে যায়।
সিয়ামের মা পারুল বেগম বলেন, লাশের ময়নাতদন্ত ও বিভিন্ন ঝামেলা এড়াতে থানায় মামলা করা হয়নি। বিষয়টি আমরা সমাধান করে নিয়েছি।
এ ব্যাপারে রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। টাকার বিনিময়ে সমঝোতার বিষয়টি আমি জানি না।
কাজল কায়েস/এসএস/এবিএস