ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গজারিয়ায় দেড় লাখ মিটার কারেন্টজাল জব্দ

প্রকাশিত: ১০:০৮ এএম, ১১ অক্টোবর ২০১৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব কারেন্টজাল জব্দ করা হয়। গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোর থেকে সকাল সাড়ে ১০ পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে জেলেদের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে। দুপুর ২টার দিকে গজারিয়া লঞ্চঘাট সংলগ্ন নদীতে এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি