ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় ৫০ কেজি মা ইলিশ জব্দ : ১২ জেলের দণ্ড

প্রকাশিত: ০৭:২৩ এএম, ১২ অক্টোবর ২০১৬

ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিকারের দায়ে ১২ জেলেকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজি মা ইলিশসহ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

বুধবার ভোরে বলেশ্বর নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করেন পাথরঘাটার চরদুয়ানী পুলিশ ফাঁড়ির সদস্যরা। দুপুর সোয়া ১২টার দিকে ভ্রাম্যমাণ আলতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, আল-আমীন মাতুব্বর (২৬), মালেক মোক্তার (৫০), আসাদুল নাজীর (৪৭), ফিরোজ হাওয়াদার (৪৫), ইসাহাক মাঝি (২৭), নুরু মিয়া (৪৯), আবু বকন হাওলাদার (৪০), রাসেল (১৯), জাকির মুসুল্লী (৩০), রুবেল শিকদার (২০)।

চরদুয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. রমজান মিয়া জানান, মা ইলিশ রক্ষায় নিয়মিত টহলের সময় বলেশ্বর নদীর ভিন্ন পয়েন্ট থেকে ছোট নৌকা ও ইলিশসহ ১২ জেলেকে আটক করা হয়। পরে তাদের পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকতার কাছে সোপর্দ করা হয়। এরপর পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম প্রত্যেক জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

তিনি আরো জানান, জব্দ করা ইলিশ বিভিন্ন এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে এবং জেলেদের জেলা হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সাইফুল ইসলাম মিরাজ/এআরএ/আরআইপি