ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আইনজীবীর স্ত্রী হত্যা মামলায় যুবকের ফাঁসির আদেশ

প্রকাশিত: ১০:৫২ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরীর স্ত্রী উম্মে কুলসুম হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত আসামির নাম, ফয়সাল ইসলাম।

সোমবার ঠাকুরগাঁও দায়রা জর্জ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখর কুমার রায় বলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বদিউজ্জামান চৌধুরীর স্ত্রী উম্মে কুলসুমকে পালিত ছেলে ফয়সাল ইসলাম ২০১২ সালের ৮ জানুয়ারি সকালে শহরের আশ্রমপাড়া বাসায় হাত পায়ে দড়ি বেঁধে হত্যা করে।

এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় মামলা দায়ের করা হলে পরদিন ৯ জানুয়ারি পুলিশ ফয়সাল ইসলামকে সদর উপজেলা ছোট বালিয়া নামকস্থান থেকে গ্রেফতার করে। পরে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

দীর্ঘদিন পর আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোমবার বিজ্ঞ আদালত আসামি ও বাদীর উপস্থিতিতে ৩০২ ধারায় ফাঁসির আদেশ, ৩৯২ ধারায় ৫ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনদায়ে ৬ মাসের কারাদণ্ড, ৪১১ ধারায় ৩ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

এমএএস/পিআর