ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় জালসহ মা ইলিশ জব্দ

প্রকাশিত: ০৪:৪৪ এএম, ১৩ অক্টোবর ২০১৬

ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় বরগুনার তালতলীর পায়রা নদীতে অভিযান চালিয়ে ১শ ২৫ কেজি মা ইলিশ এবং ১৭ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌসিফ আহমেদের নেতৃত্বে বুধবার গভীর রাতে পায়রা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

এসময় জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং ইলিশ বিভিন্ন এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।  

উল্লেখ্য, ইলিশের সহনশীল উৎপাদন বজায় রাখার লক্ষ্যে ১২ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ২ নভেম্বর পর্যন্ত উপকূলীয় জলসীমায় ইলিশ ধরা বন্ধ থাকবে। গত ২ অক্টেবার এ নিষেধাজ্ঞা জারি করে সরকার।  

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/আরআইপি

আরও পড়ুন