গাইবান্ধায় ৪ বছর ধরে ৪টি ট্রেন বন্ধ
গাইবান্ধা রেল রুটে প্রায় ৪ বছর ধরে ৪টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে গাইবান্ধা, বামনডাঙ্গা, নলডাঙ্গা, কামারপাড়া, কুপতলা, ত্রিমোহনী, বাদিয়ালী, বোনারপাড়া, মহিমাগঞ্জ ও শালমারা স্টেশনসহ এ রেল রুটে চলাচলকারী শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ হাজার হাজার যাত্রী পড়েছেন সীমাহীন দূর্ভোগে।
বন্ধ থাকা ট্রেনগুলো হলো, সান্তাহার থেকে লালমনিরহাটগামী লোকাল ট্রেন-২৮১, লালমনিরহাট থেকে সান্তাহারগামী লোকাল ট্রেন-২৮২, গাইবান্ধার বোনারপাড়া থেকে দিনাজপুরগামী ‘‘রামসাগর’’ ট্রেন-৫৯ ও দিনাজপুর থেকে বোনারপাড়াগামী ‘‘রামসাগর’’ ট্রেন-৬০।
ইঞ্জিন, বগি ও ড্রাইভারসহ অন্যান্য জনবল সঙ্কটের অজুহাতে ২০১৩ সালের শুরুতে ৪টি ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। বন্ধ হওয়া এ ট্রেন চলাচলের দাবিতে বিভিন্ন মহলের উদ্যোগে গাইবান্ধায় মানববন্ধন, সভা-সমাবেশ ও স্বারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালিত হয়। কিন্তু সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনগুলো চালুর ব্যাপারে আজও কোনো পদক্ষেপ নেয়নি।
এদিকে, ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রতিদিন এ রুটের হাজারো যাত্রী বেশি টাকা ভাড়া ও অতিরিক্তি সময় ব্যয় করে বিভিন্ন স্থানে বিকল্প পথে যাতায়াত করছেন। এতে করে সময়মতো গন্তব্যস্থলে পৌঁছতে পারছেন না চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
গাইবান্ধা রেল স্টেশনের থাকা যাত্রী আনোয়ার হোসেন, নুরুজ্জামান সরকার, ও গৃহিণী চামেলী বেগম জাগো নিউজকে জানান, এ রুটে চলাচলকারী ৪টি ট্রেন বন্ধ থাকায় সীমাহীন অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। ট্রেনগুলো বন্ধ থাকায় কেউ সময় মত কোথাও পৌঁছাতে পারছি না। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আনিছ মোস্তফা তোতন জাগো নিউজকে বলেন, বন্ধ ট্রেনগুলো চালুর দাবিতে বিভিন্ন সময় আন্দোলনসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু তার কোনো ফলাফল আজও আমরা পাইনি।
গাইবান্ধা স্টেশন মাস্টার মো. আবুল কাশেম সরকার জাগো নিউজকে বলেন, রেলওয়ে বিভাগে ইঞ্জিন, বগি ও ড্রাইভারসহ অন্যান্য জনবল সঙ্কটের কারণে ট্রেনগুলোর চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন মহলের দাবি ও গাইবান্ধাবাসীর রেল যোগাযোগ সুবিধার লক্ষে ট্রেনগুলি চালু ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। কর্তৃপক্ষ ট্রেনগুলি চালুর আশ্বাস দিয়েছেন, তবে কবে নাগাদ চালু হবে তা জানাতে পারেননি তিনি।
হঠাৎ করে বন্ধ হওয়া ট্রেনগুলো চালু হলে গাইবান্ধাসহ এ রুটের যাত্রীসাধারণের দূর্ভোগ কমে আসবে। তাই সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ থাকা ট্রেনগুলো দ্রুত চালুর পদক্ষেপ নিবেন এমন প্রত্যাশাই গাইবান্ধাবাসীর।
জিল্লুর রহমান পলাশ/এফএ/আরআইপি