ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত

প্রকাশিত: ০৭:৩৭ এএম, ১৪ অক্টোবর ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত রাম কৃষ্ট কৃষ্ণ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের বাগদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাম কৃষ্ট কৃষ্ণ দিনাজপুর জেলার ফুলছড়ি উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত কালু কৃষ্টের ছেলে। তিনি গোবিন্দগঞ্জ সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় আধিবাসীদের সঙ্গে বসবাস করতেন।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাগদা বাজার এলাকায় রাম কৃষ্টকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান রাম কৃষ্ট।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেল ও চালক রাসেল মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।

এফএ/পিআর