ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে পুলিশি পাহারায় বিএনপির সম্মেলন

প্রকাশিত: ০৭:৫১ এএম, ১৪ অক্টোবর ২০১৬

পুলিশি পাহারার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাদারীপুরের কালকিনি উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মো. ফজলুল হক বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মো. আবু মুন্সি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান তালুকদার খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর হোসেন মিঠু, বিএনপির নেতা সানাউল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সি ও জেলা পৌর বিএনপির সভাপতি শরীফ মো. সাইফুর কবির।

আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি অহেদুজ্জামান আবদুল হাই, সাধারণ সম্পাদক শিকদার মো. মামুন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপিত মো. মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূরে আলম সান্টু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আজাদ।

এছাড়া পৌর ছাত্রদলের সভাপতি কাওসার হোসেন নান্না, কলেজ ছাত্রদলের সভাপতি ইকরামুল ইসলাম লিটন ও উপজেলা সাংস্কৃতিক দলের সভাপতি মো. নেছার উদ্দিন প্রমুখ।

সর্বশেষে উপজেলা বিএনপির সভাপতি পদে মো. ফজলুল হক বেপারীর ও সাধারণ সম্পাদক পদে মো. মাহাবুবু হোসেন মুন্সির নাম ঘোষণা করা হয়।

নাসিরুল হক/এসএস/পিআর