নিখোঁজ জেলের মরদেহ মিলল নদীতে
লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের তিনদিন পর জেলে জহিরুল ইসলামের (২৬) গলাকাটা মরদেহ মিলেছে মেঘনা নদীতে। উপজেলার হাজীমারা এলাকার অদূরে নদী থেকে শুক্রবার বিকেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জহিরুল দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের আলী হোসেন ভূঁইয়ার ছেলে।
হাজীমারা পুলিশ ফাঁড়ি ও স্থানীয় লোকজন জানায়, জহিরুল ইসলাম বুধবার থেকে নিখোঁজ ছিলেন। তিনি মেঘনা নদীতে মাছ শিকার করতেন। পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিখোঁজ জহিরুলের ভাই আলমগীর হোসেন রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার ৩টার দিকে হাজীমারা এলাকায় নদীতে একটি গলাকাটা মরদেহ ভাসতে দেখে লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের ভাই আলমগীর বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় জড়িত খুনিদের গ্রেফতার এবং বিচার চাই। তবে কী কারণে, কারা তাকে হত্যা করতে পারে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি তিনি।
হাজীমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াহিয়া বলেন, খবর পেয়ে নদী থেকে জেলের গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে।
এ ব্যাপারে রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, পরিবারের সদস্যরা উদ্ধার করা মরদেহটি নিখোঁজ জহিরুলের বলে শনাক্ত করেছেন। এ হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। নিখোঁজের ঘটনায় থানায় জিজি করার কথা জানান তিনি।
কাজল কায়েস/এআরএ/এমএস