শিবচরে ১০০ কেজি ইলিশ জব্দ : ৩ জেলের কারাদণ্ড
মাদারীপুরের শিবচর সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০০ কেজি ইলিশ ও জাটকা জব্দ ও প্রায় ২ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে
শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে শনিবার ভোর সাড়ে ৪ টা পর্যন্ত জেলার শিবচরের চরজানাজাত, কাঠালবাড়ি সংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান চলে।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ ও ওসি জাকির হোসেনসহ উপজেলা প্রশাসন, থানা ও মৎস্য বিভাগের বড় একটি টিম। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ইমরান আহমেদ বলেন, ইলিশ মাছ রক্ষায় রাত সাড়ে ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান চালায়। এ সময় ৩ জেলেসহ ১০০ কেজি ইলিশ জব্দ করি এবং ৩ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দেয়।
নাসিরুল হক/এসএস/এমএস