লক্ষ্মীপুরে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ জব্দ
লক্ষ্মীপুরে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে মো.ইউছুফ (৫৫) নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান।
দণ্ডপ্রাপ্ত ইউছুফ পৌরসভার বাঞ্চানগর এলাকার মৃত আবদুল মালেকের ছেলে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় একটি চক্র দীর্ঘদিন থেকে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ বিক্রি করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে ঘটনার সময় উত্তর তেমুহনী নিউমার্কেট এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় নিউমার্কেটে দেশীয় ওষুধালয় নামে একটি দোকান থেকে প্রায় পনের হাজার টাকার নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতে মো.ইউছুফের ৫ হাজার টাকা জরিমানা এবং নিষিদ্ধ ওষুধ পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের সময় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদফতরের কর্মকর্তা মাহবুবুল আলম ভূঁইয়া উপস্থিত ছিলেন।
কাজল কায়েস/এসএস/আরআইপি