ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

প্রকাশিত: ০৭:২৩ এএম, ১৬ অক্টোবর ২০১৬

পঞ্চগড়ে অটোরিকশার ধাক্কায় জাহেদ আলী (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার সকালে সদর উপজেলার জগদল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহেদ আলী সদর ইউনিয়নের বসুনিয়া পাড়ার আব্দুল লতিফের ছেলে এবং জগদল ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী।

স্থানীয়রা জানান, সকালে জাহেদ আলী জগদল বাজার থেকে হেঁটে কলেজে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সফিকুল আলম/এফএ/এমএস