ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: ০২:৪৮ এএম, ১৭ অক্টোবর ২০১৬

লক্ষ্মীপুরে প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে পৌরসভার বাঞ্চানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- বাঞ্চানগর এলাকার রেনু মিয়া বেপারীর ছেলে মো. লোকমান ও একই এলাকার রেনু মিয়ার ছেলে আবুল বাশার।

Lakshmipur

সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, আসামি লোকমান ও আবুল বাশারের পৃথক চেক জালিয়াতি মামলায় এক বছর করে কারাদণ্ড দেয় আদালত। ঘটনার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। সোমবার তাদের জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাজল কায়েস/এসএস/এমএস