সিরাজদিখানে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বসতঘর থেকে নিখোঁজ হওয়া এক বছরের শিশু মো. জাকিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করার অভিযোগ উঠেছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এর আগে রোববার রাত ৭টার দিকে বাড়ির পার্শ্ববর্তী খালে শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় কে বা কারা তাকে নিয়ে যায় বলে অভিযোগ করেছে শিশুটির বাবা আবু বক্কর সিদ্দিকী।
আবু বক্কর সিদ্দিকী জানান, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে এসে দেখি ঘরের দরজা খোলা। এসময় বিদ্যুৎ না থাকায় আমি মোমবাতি জ্বালিয়ে দেখি আমার স্ত্রী নাহিদা বেগম ঘুমিয়ে আছে। আমার এক বছরের ছেলে জাকারিয়া ঘরে নেই। স্ত্রীকে জিজ্ঞাসা করলে সে বাচ্চা না পেয়ে চিৎকার শুরু করে। পরে দেখি ঘরের বিদ্যুতের সার্কিট ব্রেকার খোলা। রাতেই পুলিশকে ঘটনাটি জানায় এবং খোঁজাখুঁজি অব্যাহত রাখি। তবে গতকাল রাতে বাড়ির পার্শ্ববর্তী একটা জলাশয়ে তার মরদেহ ভাসতে দেখা যায়।
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এআরএ/পিআর