ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০৪:৫৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ককটেল ও দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত ডাকাতরা হলেন সিরাজগঞ্জের নাসির উদ্দিন ((২৪), বাবু (২৪), মোতালেব (৩২), রায়হান (২৮) ও  রাজু (২৫) এবং টাঙ্গাইলের সামিনুর (২০)। এদের মধ্যে রাজু ও রায়হানকে গুরুতর অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, রাতে ৮-১০ জন ডাকাত রতনপুর এলাকায় আমজাদ হোসেন মাস্টারের বাড়িতে হানা দেয়। ডাকাতরা আমজাদের মাটির ঘরের কাঠের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং তার পরিবারের সদস্যদের মারধর করে।

পরে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা তার কিছু নগদ টাকা স্বর্ণালঙ্কার লুটে নেয়। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাত দল একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্ট করে। এ সময় ছয় জনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ডাকাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তাদের মধ্যে গুরুতর আহত দুইজন সেখানে ভর্তি রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ককটেল, দুইটি দা ও দুইটি লোহার রড উদ্ধার করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ওই ছয়জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর পুলিশ নিয়ে গেছে। গুরুতর অবস্থায় রাজু ও রায়হানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএ/আরআইপি