কাপ্তাই লেকে ভবন ধসে নিহতের ঘটনায় তদন্ত শুরু
রাঙামাটির কাপ্তাই লেকে ভবন ধসে ৫ জন নিহতের ঘটনায় কাজ শুরু করেছে গঠিত তদন্ত কমিটি। এ ব্যাপারে সোমবার সকালে কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেনের অফিস কক্ষে আরেকটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ঘটনাটির তদন্ত নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরির জন্য বিস্তারিত আলোচনা হয়েছে বলে কমিটির আহ্বায়ক জানান, তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। কিছু দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেয়া সম্ভব হতে পারে বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, ৪ অক্টোবর রাঙামাটি শহরের সরকারি মহিলা কলেজ রোডে একটি দ্বিতল ভবন ধসে কাপ্তাই লেকে তলিয়ে যায়। এতে আটকা পড়ে নিহত হয়েছেন ৫ জন। ওই ঘটনায় ভবনটির মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
সুশীল প্রসাদ চাকমা/এমএএস/এবিএস