ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১৮ অক্টোবর ২০১৬

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নে তাহমিনা আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ইউনিয়নের চোরমোর্দন গ্রামে এ ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্রীর চাচাতো ভাই মো. সাগর জানান, রাতে তাহমিনা তার বাসা থেকে বের হয়ে রাস্তায় এলে কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে তা জানা যায়নি।

তিনি আরো জানান, তাহমিনাকে বর্তমান মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে অজ্ঞান থাকায় জানা যায়নি ঘটনা কারা ঘটিয়েছে।

তাহমিনা রসুনিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। সে চোরমোর্দন গ্রামের তফিজ উদ্দিনের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।

ভবতোষ চৌধুরী নুপুর/বিএ