ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিবচরে অগ্নিকাণ্ডে ৮ ঘর ভস্মীভূত

প্রকাশিত: ০৫:০৩ এএম, ২১ অক্টোবর ২০১৬

ভয়াবহ অগ্নিকাণ্ডে মাদারীপুরের শিবচরে বসতঘরসহ ৮টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

শুক্রবার ভোরে জেলার শিবচর উপজেলার উমেদপুরের চান্দেরচর বাজার সংলগ্ন এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শিবচর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ৪টি বসতঘরসহ ৮টি ঘর, গবাদী পশু ও প্রায় ৮৫ মণ পাট পুড়ে গেছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

নাসিরুল হক/এফএ/পিআর