ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেঘনায় নিষিদ্ধ জাল জব্দ

প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৩ অক্টোবর ২০১৬

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর বাতিরঘাট এলাকা থেকে জব্দকৃত জালে অগ্নিসংযোগ করা হয়েছে। রোববার দুপুরে বাতিরঘাট এলাকার মেঘনাপাড়ে প্রায় পাঁচ হাজার মিটার অবৈধজালে অগ্নিসংযোগ করা হয়।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার নের্তৃত্বে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য দফতর অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে।

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম হামিদ শাহিন বলেন, জব্দকৃত প্রায় দুই লাখ টাকার জালে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামসহ কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তারা।

প্রসঙ্গত, ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় ইলিশের প্রজনন ক্ষেত্র। ইলিশ ডিম ছাড়ার এ প্রজনন ক্ষেত্রে সকল প্রজাতির মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রজনন সময়ে মাছ শিকার, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ অথবা বিক্রি নিষিদ্ধ। এই আইন আমান্য করলে জেল অথবা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।

কাজল কায়েস/এআরএ/এবিএস