চাঁপাইনবাবগঞ্জে ২২টি পিস্তল ও ১৩৬ রাউন্ড গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শঙ্করবাটি মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে ২২টি পিস্তল, ৪৫টি ম্যাগাজিন ও ১৩৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকেলে এই অভিযান চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, তিনদিন আগে পুলিশ জানতে পারে শঙ্করবাটি মহল্লার তেনু মণ্ডলপাড়ার শাহিনের বাড়ি ভাড়া নিয়ে ছাগলের ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা করছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে নজর রাখে পুলিশ। কিন্তু তিনদিনেও ওই বাড়িতে কেউ প্রবেশ না করায় সোমবার বেলা দেড়টার দিকে পুলিশ তালা ভেঙে বাড়ির ভিতর প্রবেশ করে তল্লাশি চালায়।
অভিযানকালে টয়লেটের ছাদের উপর থাকা একটি বস্তা থেকে ২২টি পিস্তল, ৪৫টি ম্যাগাজিন, ১৩৬ রাউন্ড গুলি এবং ২৯টি ছাগল উদ্ধার করা হয়। বিকেল ৪টায় এই অভিযান শেষ হয়।
জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক শাহিনের সৎমা রোকেয়া বেগম ও চাচাতো ভাই শাকিল আহমেদকে আটক করেছে পুলিশ।
মোহা. আব্দুলাহ/এআরএ/পিআর