ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রকাশিত: ০২:২০ এএম, ২৫ অক্টোবর ২০১৬

ঝিনাইদহ শহরের বাইপাস সড়কে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে। এ সময় তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ভোর ৩টা ৪৫ মিনিটের সময় বাইপাস সড়ক দিয়ে সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে ভুটিয়ারগাতি গ্রামের দিকে যাচ্ছিল।

পুলিশের একটি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে তিনটি বোমা ছুঁড়ে মারে এবং গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে তারা পিছু হটে। ঘটনাস্থল থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ এ সময় দুইটি শার্টারগান, ৫টি বোমা, ২ রাউন্ড গুলি, দুইটি চাপাতি, একটি ছোরা, একটি মোটরসাইকেল ও দুইটি ব্যাগ উদ্ধার করে। এ ঘটনায় বুলবুল, আলম ও নাসির নামে তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছে। তাদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

## 2 killed in Jhenaidah ‘gunfight’

আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস

আরও পড়ুন