ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহতরা জামায়াত শিবির নেতা

প্রকাশিত: ০৬:৩৩ এএম, ২৫ অক্টোবর ২০১৬

ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুইজনের পরিচয় মিলেছে।

নিহতরা হলেন- ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকার শমসের মোল্লার ছেলে ও পৌর জামায়াতের আমির জহুরুল ইসলাম (৩৮) এবং অপরজন শহরের আরাপপুর এলাকার ইউসুফ আলীর ছেলে ও ঢাকা মহানগর (পশ্চিম) শিবিরের উপদেষ্টা তারিক হাসান সবুজ (৩২)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী জানান, সকালে নিহতদের স্বজনেরা এসে মরদেহ সনাক্ত করেন। পরে বিভিন্ন থানায় খোঁজ নিয়ে জানতে পেরেছি জহুরুল ইসলামের নামে বিভিন্ন থানায় ৭টি এবং তারিক হাসান সবুজের নামে একটি মামলা রয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস

আরও পড়ুন