ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে ইউপি নির্বাচনে বিধি লঙ্ঘনের হিড়িক

প্রকাশিত: ১০:০৩ এএম, ২৭ অক্টোবর ২০১৬

শরীয়তপুর জেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘন করছেন প্রার্থীরা। বিধি লঙ্ঘন করে দেয়ালে দেয়ালে পোস্টার লাগানোর হিড়িক পড়েছে।   

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শরীয়তপুর ৬ উপজেলার মধ্যে ৪ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর। অর্থাৎ আগামী ৩১ অক্টোবর ইউপি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সরেজমিনে দেখা যায়, ইতোমধ্যে নির্বাচনী এলাকাগুলোতে প্রচার-প্রচারণা বেশ জমে উঠেছে। নির্বাচনী এলাকার চায়ের দোকানগুলোতে চলছে নির্বাচনী আলোচনার ঝড়। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোটাধিকার প্রয়োগ নিয়ে ভোটারদের মাঝে ততোই সংশয় দেখা দিচ্ছে। কারণ সরকারদলীয় সমর্থক অর্থাৎ নৌকার প্রার্থীরা বিরোধী দলের অথবা বিদ্রোহী প্রার্থীদের এলাকা গিয়ে প্রচারণা চালাতে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে সরকারদলীয় প্রার্থীর এলাকাগুলোতে প্রচার-প্রচারণা বেশ জমে উঠেছে। এছাড়াও কোনো বাড়ির দেয়ালে বা রাস্তার পাশের দেয়ালে পোস্টার লাগানোর বিধি নিষেধ থাকলেও তা কোনো দলীয় প্রার্থীরাই মানছেন না ।

এ ব্যাপারে আলাওলপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী বিউটি আক্তার সুখী বলেন, নির্বাচনী সব আচরণ বিধি মানা সম্ভব নয়। আমরা জানি দেয়ালে পোস্টার লাগানো আচরণবিধি লঙ্ঘনে পড়ে। তবুও সমর্থকরা লাগিয়েছে। পোস্টার উঠানোর সময় পাইনি। সময় ফেলে পোস্টার উঠিয়ে ফেলবো।

এদিকে আলাওলপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা বাচ্চু অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনের প্রচারণায় বাধা সৃষ্টি করছে।

জানতে চাইলে আওয়ামী লীগ প্রার্থী মো. আমজাদ হোসেন বেপারি বলেন, দেয়ালে পোস্টার আমি লাগাইনি। কারা লাগিয়েছে জানি না।

তিনি আরো বলেন, নির্বাচনী প্রচারণায় আমরা কাউকে বাধা দেইনি। উল্টো আমার লোকদের হুমকি ধামকি দেয়া হচ্ছে। আমার সমর্থকদের মারধর করছে।

জেলা নির্বাচন কর্মকর্তা সেক মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, স্থগিত পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে ৩১ অক্টোবর। আনন্দমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা নির্বাচনী প্রত্যেক ইউনিয়নে মেজিস্ট্রেট পাঠিয়েছি। যাতে করে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা যায়।

উল্লেখ্য, শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর, ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও, নড়িয়া উপজেলার নশাসন এ তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন গত মার্চ থেকে জুন মাসে হওয়ার কথা থাকলেও স্থগিত করে দেন জেলা নির্বাচন কর্মকর্তা। আর গোসাইরহাট উপজেলার আলাওলপুরও কুচাইপট্রি ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন মামলা জটিলতার কারণে ১৭ বছর স্থগিত থাকে।

মো. ছগির হোসেন/এএম/এবিএস