ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে মোটরসাইকেল চাপায় নারী নিহত

প্রকাশিত: ০৯:২২ এএম, ২৮ অক্টোবর ২০১৬

শেরপুরের নকলায় মোটরসাইকেল চাপায় ময়না বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে শহরের ইসিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ময়না বেগম নকলা পৌর এলাকার কলাপাড়া গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পেশায় ভিক্ষুক ময়না বেগম শুক্রবার দুপুরে নকলা শহরের ইসিবপুর এলাকার টেলিফোন অফিসের সামনে রাস্তা পারাপারের সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

হাকিম বাবুল/এএম/এমএস