ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জের ৪ ইউপির পুনঃভোট সোমবার

প্রকাশিত: ১১:১২ এএম, ৩০ অক্টোবর ২০১৬

মুন্সিগঞ্জের ৪টি ইউনিয়ন পরিষদের স্থগিত ৫ টি কেন্দ্রের পুনঃভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার। নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।  

ভোট কেন্দ্র ও আশপাশের নিরাপত্তায় থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪ শতাধিক সদস্য। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের জানান, জেলা সদরের রামপাল ইউনিয়নের ১টি কেন্দ্র, টঙ্গিবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের ২টি, সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের ১টি ও গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ১টি কেন্দ্রে পুনঃভোট গ্রহণ হতে যাচ্ছে।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, নির্বাচন কমিশনের নিয়মের চেয়েও দ্বিগুণ আইন-শঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে নির্বাচনে। র্যা ব-পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্যরাও থাকছেন নিরাপত্তার দায়িত্বে।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি