মাদারীপুরে ৫টি বাড়িতে অগ্নিসংযোগ, বাড়ি-ঘর ভাঙচুর
মাদারীপুরে ঘটমাঝি ইউনিয়নের ৩টি কেন্দ্র স্থগিত হওয়ায় ভোটকেন্দ্রের মধ্যে কুন্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৫টি বাড়িতে অগ্নি-সংযোগের ঘটনা ঘটেছে।
পুলিশ জানান, কুন্তিপাড়া গ্রামের মালেক হাওলাদারের বাড়ির ৫টি ঘরে আগুন ধরিয়ে দেয় স্বতন্ত্র প্রার্থী বাদল ফকিরের সমর্থকরা। এ সময় বিক্ষুদ্ধরা বাড়ি-ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। পরে ডিবি পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা রয়েছে। তবে ভোট কেন্দ্রের ভেতরে কোনো অপ্রীতিক ঘটনা ঘটেনি।
মাদারীপুরে স্থগিত হওয়া দুইটি ইউপিতে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোগগ্রহণ চলে। নির্বাচনে নিরাপত্তার জন্যে নেয়া হয়েছে ৭ স্তরের নিরাপত্তা বেষ্টনি।
এ কে এম নাসিরুল হক/ এমএএস/পিআর