নব্য জেএমবির ৪ সদস্যকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ
কুষ্টিয়ার আলোচিত হোমিও চিকিৎসক ছানাউর রহমান ওরফে ছানাউল্লাহ হত্যা মামলার আসামি নব্য জেএমবির চার সদস্যকে রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়।
আসামিরা হলেন- জয়নাল আজিজুল, সাইজুদ্দিন ও সাইফুল।
গত শনিবার রাতে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছানাউল্লাহ হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল ইসলাম জানান, তিন দিনের রিমান্ড শেষে নব্য জেএমবির চার সদস্যকে আদালতে পাঠানো হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে ওই চার আসামি জেএমবির নেটওয়ার্কসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিয়েছে।
প্রসঙ্গত, গত ২০ মে সকালে কুষ্টিয়া শহরতলীর বটতৈল শিশির মাঠে হোমিও চিকিৎসক ছানাউর রহমান ওরফে ছানাউল্লাহ জঙ্গি হামলায় নিহত হন, একই ঘটনায় গুরুতর আহত হন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক সহকারী শিক্ষক। ওই ঘটনায় নব্য জেএমবির সদস্যরা জড়িত বলে পুলিশ নিশ্চিত হন। এ হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী নব্য জেএমবির আঞ্চলিক কমান্ডার টুলু মোল্লা রোববার ভোর রাতে কুষ্টিয়া শহরতলীর কবুরহাটে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়।
আল-মামুন সাগর/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার