গাংনীতে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদফতর
মেহেরপুর জেলার গাংনীতে পরিবেশ অধিদফতর তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায়সহ ড্রাম চিমনী গুড়িয়ে দিয়েছে।
বুধবার দুপুরে বন ও পরিবেশ অধিদফতরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় গাংনী উপজেলার ধানখোলা এলাকার আস্থা ব্রিকসকে ৭০ হাজার টাকা, দোয়েল ব্রিকসকে ৫০ হাজার টাকা ও পান্না ব্রিকসকে ১০ হাজার টাকা জরিমানা করে এবং উভয় ব্রিকস ফায়ার সার্ভিসের মাধ্যমে চিমনি ভেঙে গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাস্থলে কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট মিজানুর রহমানসহ ফায়ার সার্ভিসের কর্মী ও বিপুল সংখ্যক আর্মড পুলিশ ব্যাটালিয়ন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ আইন অনুসারে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ও ড্রামের চিমনি গুড়িয়ে দেওয়া হয়।
আল-মামুন সাগর/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার