ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে ৬ জেলের কারাদণ্ড

প্রকাশিত: ১০:০৯ এএম, ০২ নভেম্বর ২০১৬

মুন্সিগঞ্জে মা ইলিশ ধরার অপরাধে ৬ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মা ইলিশ ধরার সরকারি নিষেধাজ্ঞার শেষ দিন বুধবার এ দণ্ডাদেশ দেন আদালত।

লৌহজং উপজেলার ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালেকুজ্জামান ৬ জেলেকে এ দণ্ডাদেশ দেন। এ সময় জেলেদের কাছ থেকে ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

জেলা মৎস কর্মকর্তা ড. অলিউর রহমান জানান, মা ইলিশ ধরার অপরাধে বুধবার সকাল ৮ টার দিকে ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ডাদেশ দেন।

লৌহজং ছাড়াও জেলার গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে ৮০ কেজি, শ্রীনগর উপজেলা থেকে তিন কেজি ও সদর উপজেলা থেকে ২৫ কেজি মাছ জব্দ করা হয়। পরে এসব জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এবিএস