জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলা হবে
জঙ্গি ও সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলা হবে উল্লেখ করে পুলিশের খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির উজ জামান বলেছেন, জঙ্গিরা যতই শক্তিশালীই হোক তাদের আইনের আওতায় আনা হবে। কোনো অবস্থাতেই তাদের ছাড় দেয়া হবে না।
বুধবার বিকেলে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন খুলনা রেঞ্জের ডিআইজি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসএম মনিরুজ্জামান বলেন, খুলনা অঞ্চল থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের শিকড় উপড়ে সন্ত্রাস নির্মূল করা হবে। কুষ্টিয়ার হোমিওচিকিৎসক হত্যার ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। একজন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বাকি জঙ্গিদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান, মেহেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফী উল্লাহ, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী ও জামান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যাবস্থপনা পরিচালক আসাদুজ্জামান।
সালাউদ্দিন কাজল/এএম/এবিএস