শিমুলিয়া-কাওরাকান্দি রুটে ফেরি চলাচল ব্যাহত
ফাইল ছবি
পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে নৌরুটের তিনটি রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ৭ শতাধিক যানবাহন আটকা পড়েছে।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর জানান, নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া রো রো ফেরি ঘাটটি অন্যত্র স্থানান্তর করা হয়েছে। তবে পানি কম থাকায় রো রো ফেরিগুলো ঘাটে ভিড়তে পারছে না।
বৃহস্পতিবার সকাল থেকে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। তাছাড়া অন্য ফেরিগুলোও ঘাট এলাকায় ভিড়তে পারছে না। এমন পরিস্থিতিতে নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর