মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ : কারাগারে ট্রাফিক পুলিশ
মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করায় কুষ্টিয়ার মেডিকেল কলেজছাত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় ট্রাফিক পুলিশের এক পরিদর্শককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে মো. মোমিনুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মোমিনুল ইসলাম বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার ট্রাফিক পুলিশের টিআই-টু হিসেবে কর্মরত।
আদালত সূত্রে জানা যায়, পাবনার গোপালপুর গ্রামের কুষ্টিয়া মেডিকেল কলেজের শেষ বর্ষের এক ছাত্রীর দূর সম্পর্কের চাচা মোমিনুল ইসলাম।
২০১২ সালের ৬ জুন মোমিনুল ওই ছাত্রীকে কুষ্টিয়া শহরের একটি আবাসিক হোটেল কাম রেস্টুরেন্টে নিয়ে কোকের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে অশ্লীল ছবি তোলেন। পরবর্তীতে স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন।
চলতি বছরের ২৯ জানুয়ারি পারিবারিকভাবে ওই ছাত্রীর পাবনা বিদ্যুৎ বিভাগের এক উপ-সহকারী প্রকৌশলীর সঙ্গে বিয়ে হয়। এ খবর জানতে পেরে আসামি মোমিনুল ধারণকৃত অশ্লীল ছবি মোবাইলে ওই ছাত্রীর বাবা-মা, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন এবং স্বামীর বন্ধু-বান্ধবের মোবাইল ফোনে ছড়িয়ে দেন।
এ ঘটনায় গত ৪ এপ্রিল ওই ছাত্রীকে তার স্বামী ডিভোর্স দেন। বাধ্য হয়ে ওই ছাত্রী গত এপ্রিল মাসে কুষ্টিয়া মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ আইনের ২০০৬ এর ৫৭/২ ধারায় মোমিনুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।
গত ২৯ অক্টোবর এ মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রবিউল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন।
আল-মামুন সাগর/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার