ঈশ্বরদীতে আখ খামারের শ্রমিকদের বিক্ষোভ
ঈশ্বরদেতে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মুলাডুলি ইক্ষু খামারের শ্রমিকরা। এসময় বিক্ষুদ্ধ শ্রমিকরা ওই ইক্ষু খামারের প্রধান কর্মকর্তাকে অফিস থেকে বের করে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেয় এবং মজুরি বৃদ্ধি না হওয়া পর্যন্ত কাজ না করার ঘোষণা দেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, নর্থবেঙ্গল সুগার মিলের আওতাধীন মুলাডুলি বাণিজ্যিক খামারের ৬শ একর আখ রক্ষণাবেক্ষণ করার জন্য সেখানে দৈনিক হাজিরা ভিত্তিতে ৫০ জন শ্রমিক নিয়োগ দেয়া আছে। তারা শিফট ভিত্তিতে দৈনিক ১২ ঘণ্টা করে কাজ করেন।
বিভিন্ন সময় কিছু কিছু করে বৃদ্ধির ফলে তারা বর্তমানে ১৭৫ টাকা করে দৈনিক মজুরি পান। সম্প্রতি ওই বাণিজ্যিক খামারের অন্য শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়।
সেখানে অন্য শ্রমিকদের মজুরি ১৭৫ টাকা থেকে বৃদ্ধি হয়ে ২৩০ টাকা হলেও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ওই ৫০ জন শ্রমিকের মজুরি বৃদ্ধি করা হয়নি।
বৃহস্পতিবার এই খবর প্রকাশ হয়ে গেলে দায়িত্বরত শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। তারা খামার প্রধান মাহবুবুল ইসলামকে অফিস থেকে বের করে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দিয়ে মজুরি বৃদ্ধি না হওয়া পর্যন্ত কাজ না করার ঘোষণা দিয়ে বিক্ষোভ সমাবেশ করে।
শ্রমিক সরদার নুরুল ইসলাম বলেন, আমরা সারা বছর কঠোর পরিশ্রম করে আখ রক্ষণাবেক্ষণ করলেও আমাদের মজুরি বৃদ্ধি করা হয়নি। বর্তমানে ৩০০ টাকার কমে কোনো শ্রমিক পাওয়া যায়না, অথচ আমরা মাত্র ১৭৫ টাকা মজুরিতে কাজ করে আসছি।
অপর শ্রমিক সরদার আব্দুল মালেক বলেন, এই ইক্ষু খামারে যারা ৮ ঘণ্টা কাজ করে তাদের মজুরি ১৭৫ টাকা থেকে বৃদ্ধি হয়েছে ২৩০ টাকায়।
এটা কোন আইন এমন প্রশ্ন রেখে তিনি আরও বলেন, মজুরি বৃদ্ধি করা না হলে এখানে কোনো কাজ হবে না।
এবিষয়ে খামার প্রধান মাহবুবুল ইসলাম বলেন, শ্রমিকদের দাবিটা যৌক্তিক। ঊর্ধ্বতন প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান তিনি।
আলাউদ্দিন আহমেদ/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপিতে যোগদানের পর আ’লীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট
- ২ ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ধোঁয়া-ছাইয়ে বিপন্ন জনজীবন
- ৩ রামুতে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্ডকে গুলি করে হত্যা
- ৪ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল
- ৫ তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল