মায়ের উপর অভিমান করে কিশোরীর আত্মহত্যা
প্রতীকী ছবি
ঝিনাইদহের শৈলকুপায় মায়ের উপর অভিমান করে মেয়ে সোনিয়া খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে পৌর এলাকার ঝাউদিয়া গ্রামের রাজমিস্ত্রি আশরাফ আলীর মেয়ে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোনিয়া তার মায়ের উপর অভিমান করে শুক্রবার সকালে ঝাউদিয়া গ্রামের নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি তবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহমেদ নাসিম আনসারী/এআরএ/এমএস