অস্ত্রের মুখে মিল থেকে ৫৬১ বস্তা চাল লুট
ঝিনাইদহে একটি চালের মিল থেকে নিরাপত্তা কর্মীদের বেঁধে অস্ত্রের মুখে ৫৬১ বস্তা চাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। শুক্রবার গভীর রাতে সদর উপজেলা বিষয়খালী বাজার এলাকায় আর কে এন্টারপ্রাইজ নামের একটি মিলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ২টার দিকে ২০/২৫ জনের একদল ডাকাত মিলে ঢুকে সেখানে থাকা তিন নিরাপত্তা কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে। এরপর তারা গুদামে থাকা ৫০ কেজি ওজনের প্রায় ৫৬১ বস্তা চাউল ২টি ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়।
লুট হওয়া চাউলের আনুমানিক মুল্য প্রায় ১১ লাখ ২২ হাজার টাকা বলে দাবি করেছে মিল মালিক মনিরুল ইসলাম মনা।
এদিকে, এ ঘটনায় ওই মিলের নিরাপত্তা কর্মীসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ হরেন্দ্র নাথ সরকার জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আহমেদ নাসিম আনসারী/আরএআর/এবিএস