হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
হবিগঞ্জ জেলা কারাগারে ফারুক মিয়া (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি বানিয়াচং উপজেলার তাজপুর গ্রামের গণি মিয়ার ছেলে। তার কয়েদী নং-৫৬৮৮১৬।
কারাগার সূত্রে জানা যায়, সোমবার সকালে হাজতে থাকা হাজতি ফারুক মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে করারক্ষীরা তাকে তাৎক্ষণিকভাবে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ছুটে যায়। তবে কি কারণে ফারুকের মৃত্যু হয়েছে সেটি জানাতে অপরাগতা প্রকাশ করে কারারক্ষীরা।
এ ব্যাপারে কারাগারের নির্ধারিত চিকিৎসক ডা. দেবাশীষ দাশ জানান, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই ফারুক মারা গেছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে সকালে গোসল করতে গিয়ে তিনি স্ট্রোকে করেন।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে কারা কর্তৃপক্ষ এখনো থানাকে অবগত করেনি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা