ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কলমাকান্দা সীমান্তে বৃদ্ধ খুন : গ্রেফতার ২

প্রকাশিত: ০৮:০০ এএম, ০৮ নভেম্বর ২০১৬

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের সীমান্তবর্তী চিংনী গ্রামের শনিবারী গির্জার সামনে  সোমবার আব্দুল মোমেন নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জাগো নিউজকে জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে কলমাকান্দা থানার সীমান্তবর্তী উত্তরগোড়াগাঁও গ্রামের নূর ইসলামের ছেলে হযরত আলী (৩০) ও একই গ্রামের মৃত মিয়াচান মিয়ার ছেলে আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

কামাল হোসাইন/আরএআর/এমএস

আরও পড়ুন