অপহরণের ৩ দিন পর শিশু উদ্ধার : গ্রেফতার ৩
হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ৩ দিন পর কিশোরগঞ্জ থেকে ৬ বছরের শিশু তানভীর আহমদকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহৃত শিশুর খালাতো ভাই মোশাহিদ মিয়া, তার সহযোগী আমির উদ্দিন ও জাফর ইকবালকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র সংবাদ সম্মেলন করে শিশু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাত আড়াইটার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।
নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৫ নভেম্বর সকাল ১০টার দিকে মাধবপুর উপজেলার কোটানিয়া গ্রামের আলী হোসেনের ছেলে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মোশাহিদ মিয়া তার মামাতো ভাই তানভীর আহমেদকে অপহরণ করেন।
পরে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ব্যপারে মাধবপুর থানায় মামলা দায়ের করা হলে তদন্তকারী কর্মকর্তা এসআই মুমিনুল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সোমবার রাতে কিশোরগঞ্জ শহরের আঞ্জুমান আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে শিশুটিকে উদ্ধার করেন। এ সময় ৩ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এছাড়া মুক্তিপণ আদায়ের জন্য ব্যবহৃত একটি মোবাইল ফোন ও ২টি সিম উদ্ধার করা হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা