ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেধাবী খলিলের জীবন প্রদীপ কি নিভে যাবে?

প্রকাশিত: ১০:৪৮ এএম, ১০ নভেম্বর ২০১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী খলিলুর রহমান। লেখাপড়ায় বরাবরই ভালো। অসচ্ছল পরিবারের একমাত্র আশার আলো সে। আর মাত্র কয়েকদিন পরই বিশ্ববিদ্যালয় জীবনের পাঠ চুকিয়ে পরিবারের হাল ধরবেন ঘরের কনিষ্ঠ এই সদস্য।

কিন্তু পিতৃহীন পরিবারের যে স্বপ্ন বুকে বেঁধে ভর্তি হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মরণব্যাধি ক্যান্সার। সম্প্রতি ৪র্থ বর্ষের পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে খলিল। পরবর্তীতে সহপাঠীদের আর্থিক সহায়তায় চিকিৎসা করাতে গেলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার (বায়োপসি টেস্ট) পর চিকিৎসক জানান, তার শরীরে ক্যান্সার নামক ঘাতক ব্যাধি বাসা বেঁধেছে। বর্তমানে চট্টগ্রাম শহরের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে তার চিকিৎসা চলছে।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কেমোথেরাপিসহ বিদেশে নিয়ে চিকিৎসা করাতে ২০ লাখ টাকার প্রয়োজন। ইতোমধ্যে উদ্ভিদবিদ্যা বিভাগে তার সহপাঠী ও শিক্ষকরা মিলে দুই লাখ টাকা জোগাড় করতে সক্ষম হয়েছেন। তবে অস্বচ্ছল পরিবারে মাসহ আরো দুইভাই থাকলেও তাদের পক্ষে চিকিৎসার এ বিশাল ব্যয়ভার বহন করা সম্ভব নয়।

বিজ্ঞান যখন মৃত্যুকে জয় করে চলেছে, প্রকৃতি যখন ক্রমশ মানবসভ্যতা ও মানবতার নিকট নত স্বীকার করছে অনায়াসে, সেখানে অর্থাভাবে খলিলের জীবন প্রদীপ কী নিভে যাবে? তাই অসহায় হয়ে তার পরিবার এবার সাহায্যের জন্য আবেদন করেছেন সমাজের বিত্তবানদের কাছে।
 
সম্ভাবনাময় এ প্রাণটিকে বাঁচানোর জন্য সাহায্যের আবেদন নিয়ে তার সহপাঠীরাও ছুটছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে। কিন্তু তাতে কতইবা হয়। বিত্তবানরা এগিয়ে না এলে হয়তো অকালেই ঝরে যাবে খলিলের মতো সম্ভাবনাময় একটি প্রাণ। অপমৃত্যু ঘটবে কিছু স্বপ্নের।

খলিলকে সাহায্যের জন্য ০১৯১৭৯৮৪৩৮২ নম্বরে বিকাশ করে (মিজান সহপাঠী) অথবা ডিবিবিএল মোবাইল ব্যাংকিং - ০১৬৭১৪২৩১৭৮২ (ভাস্কর- সহপাঠী) নম্বরে টাকা পাঠানো যাবে।

এফএ/পিআর