গুণ্ডা, মাস্তান, চাঁদাবাজরা যুবলীগে থাকতে পারবে না
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু বলেছেন, গুণ্ডা, মাস্তান, চাঁদাবাজরা যুবলীগে থাকতে পারবে না। তিনি সন্ত্রাস ও জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক ঐক্য গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
শুক্রবার পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশি রেলওয়ে মাঠে বাংলাদেশ যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হিংসা-বিদ্বেষ ও জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলার জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি যুবকদের খেলাধুলার প্রতি মনোনিবেশ করার আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা যুবকদের অসৎ কাজ থেকে বিরত রেখে সুসংগঠিত করবে।
এসময় অন্যান্যদের মধ্যে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া, চান্না মন্ডল, পাকশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম হকবুল, সাধারণ সম্পাদক বাবু মন্ডল, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রশিদুল্লাহ, গোলজার হোসেন প্রমুখ।
আলাউাদ্দিন আহমেদ/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপিতে যোগদানের পর আ’লীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট
- ২ ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ধোঁয়া-ছাইয়ে বিপন্ন জনজীবন
- ৩ রামুতে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্ডকে গুলি করে হত্যা
- ৪ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল
- ৫ তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল