ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাসিরনগরে ফের একটি হিন্দু বাড়িতে আগুন

প্রকাশিত: ০৫:৫১ এএম, ১৩ নভেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফের হিন্দু সম্প্রদায়ের একটি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোরে উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

জেলার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে নাসিরনগর উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকার ছোট্টু লাল দাসের বাড়ির একটি ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ দগ্ধ হয়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র করে দেয়া একটি পোস্টকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে নাসিরনগর উপজেলা। পর দিন (৩০ অক্টোবর) মাইকিং করে সমাবেশ ডাকে দুটি ইসলামি সংগঠন। সমাবেশ শেষে দুষ্কৃতকারীরা নাসিরনগর উপজেলা সদরে তাণ্ডব চালায়।

এ সময় দুষ্কৃতকারীরা উপজেলার অন্তত ১০টি মন্দির ও শতাধিক ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এরপর ৪ নভেম্বর ভোরে আবারও উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়েরর অন্তত পাঁচটি গোয়াল ও রান্নাঘরে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস