রাজাপুরে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
ঝালকাঠির রাজাপুরের আমতলা বাজারে আব্দুস ছালাম খান নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের ছেলে মুরাদ হোসেন বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য বাচ্চু হাওলাদার ও শাহ আলমসহ ১১জনের বিরুদ্ধে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
এর আগে সন্ধ্যায় রাজাপুর থানা পুলিশ নিহত ওই মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার সন্ধ্যায় একটি কিন্ডারগার্টেনে শিক্ষক নিয়োগের ব্যাপারে ওই মুক্তিযোদ্ধা আমতলা এলাকার মরিয়ম আক্তার নামের এক শিক্ষিকার বাড়িতে যান। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ইউপি সদস্য বাচ্চু হাওলাদার ও শাহ আলমের নেতৃত্বে আরো কয়েকজন শিক্ষিকার সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে ওই মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করে। পরে আহত অবস্থায় মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ওই মুক্তিযোদ্ধার মৃত্যু হয়। নিহত আব্দুস ছালাম খান পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ার শিয়ালকাঠি এলাকার বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
রাজাপুর থানার ওসি মুনির উল গিয়াস বলেন, মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। বুধবার বাদ জোহর নিহত মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হয়েছে।
আতিকুর রহমান/আরএআর/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে